পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হান্নানের বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্প অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ৯ জন ইউপি সদস্যসহ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহাদাৎ হোসেন, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাবিব হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাবাজ উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ আরজু খান, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আরিফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ উদ্দিন (রিপন), সংরক্ষিত ইউপি নারী সদস্য মোছা. বীথি খাতুন (১,২,৩), সংরক্ষিত ইউপি নারী সদস্য মোছা. সেফালী খাতুনসহ (৪,৫,৬) এলাকার স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এমআই