মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হিন্দু ধর্মালম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। আজ সোমবার সকালে শহরের হবিগঞ্জ সড়কের শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়ায় অনাড়ম্বরভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়৷ দেশজুড়ে বন্যা পরিস্থিতির কারণে এবার জন্মাষ্টমী উদযাপনের অর্থ বন্যা কবলিত মানুষের মধ্য ত্রাণ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলো জন্মাষ্টমী উদযাপন পরিষদ৷ সেজন্য এবার জন্মাষ্টমীর কোন শোভাযাত্রা বের করা হয়নি৷
সকালে পূজা অর্চনার মাধ্যমে জন্মাষ্টমীর আনুষ্ঠিকতা শুরু হয়৷ পরে বন্যার্তদের জন্য সমবেত প্রার্থনা করা হয়৷
এতে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী৷
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক শ্রীপদ দেব৷ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডা. সত্যকাম চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীরণ সরকার, প্রবীণ শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ প্রমুখ৷
বিডি প্রতিদিন/এএ