রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীতে নিখোঁজ শিশুর লাশ একদিন পর বুধবার সকালে ১০ কিলোমিটার ভাটিতে চরগনাই এলাকায় ভেসে ওঠেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার তালুক সাহবাজ গ্রামের নিখিল চন্দ্রের পুত্র নিলয় চন্দ্র (৮) তিস্তা নদীর পাড়ে ১০নং ঘাট এলাকায় দুই বন্ধু মিলে খেলতে গিয়ে অসাবধানতা বসত নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে লাশ উদ্ধারে ব্যর্থ হয়ে উদ্ধার অভিযান স্থগিত করে চলে যায়। বুধবার সকালে দুর্ঘটনা স্থল থেকে প্রায় ১০ কিলোমিটার ভাটিতে টেপামধুপুর ইউনিয়নের চরগনাই এলাকায় নিখোঁজ শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন ফেসবুকে ছবি পোস্ট করে। পরে পরিবারের লোকজন শিশু নিলয় চন্দ্রের লাশ শনাক্ত করে বাড়িতে নিয়ে আসেন।
বালাপাড়া ইউপি সদস্য আনোয়ার হোসেন শিশু নিলয়ের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম