‘বাংলাদেশ রাইফেলস'র (বিডিআর) চাকরিচ্যুত ১৮ হাজার ৫২০ জন সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ব্যানারে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চাকরিচ্যুত সুবেদার মেজর মোহাম্মদ ইসমাইল, পিলখানায় বিডিআরের ঝাড়ুদার (এনসি) কারাবন্দী বাবুল হোসেনের মেয়ে ফারজানা আক্তার নিলা। এসময় আরো উপস্থিত ছিলেন জহিরুর রহমান, হাবিলদার বিল্লাল হোসেন, নায়েক সহকারী মনিরুল ইসলাম, হাবিলদার আব্দুর রশিদ ও ল্যান্স নায়েক নওশেরসহ অর্ধশতাধিক সদস্য।
মানববন্ধনে জানানো হয়, পিলখানার ঘটনাটি ছিল হত্যাকাণ্ড। কিন্ত বলা হচ্ছে বিডিআর বিদ্রোহ। পিলখানা হত্যাকাণ্ডে শাহাদাৎবরণকারী ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে শহীদের মর্যাদা দিতে হবে। চাকরিচ্যুতদের অবিলম্বে পুনর্বহাল, নিরাপরাধ কারাবন্দীদের মুক্তি ও বিজিবি নাম পরিবর্তন করে পুনরায় বিডিআর রাখাসহ ২৫ ফেব্রুয়ারি দিনটিকে পিলখানার ট্রাজেডি দিবস হিসাবে ঘোষণা করতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল