৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ‘দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই’ এই স্লোগান নিয়ে দেশে বেকারত্ব মহামারি নিরসনে অন্তর্বতীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুব অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখা এই মানববন্ধন পালন করে। শুক্রবার বিকেলে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন পালন করে সংগঠনটি।
সংগঠনটির ৭ দফা দাবির মধ্যে রয়েছে সকল ধরনের বৈষম্যমুক্ত চাকরি ও কর্মসংস্থানকে অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, প্রতিবছর নিয়মিত বেকারত্বের জরিপ প্রতিবেদন আকারে প্রকাশ করতে হবে, শিক্ষার সকলস্তরে চাহিদাভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে, আইসিটি বিভাগের তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে, সকল প্রকার চাকরিতে আবেদন ফি, অবৈধ সুপারিশ, যে কোন জামানত ও বয়স সীমামুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে, ঘুষ ও দুর্নীতির মত নিয়োগের সকল প্রক্রিয়া বন্ধ এবং সরকারি ও বেসরকারি চাকরিবৈষম্য অবসান ঘটাতে হবে, স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কেন্দ্র তৈরি এবং স্থানীয় উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করতে হবে, তরুণদের সম্পৃক্ত করে দেশের স্থানীয় উৎপাদিত পণ্যের বাজার ব্যবস্থা তৈরি করতে হবে, শিক্ষা ও প্রশিক্ষণ সনদ জামানতে সুদবিহীন ঋণ প্রদান, শিক্ষিত ও শিক্ষার বিভিন্নস্তরে ঝড়েপড়াদের এই আওতায় আত্মকর্মস্থানের অগ্রাধিকার দিতে হবে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেশের মোট ঋণ প্রদানের ৫০% ঋণ প্রদান করতে হবে ইত্যাদি।
মানববন্ধনে যুব অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, যুগ্ম সম্পাদক মোঃ শাহিন ইসলাম, গণঅধিকার পরিষদ নেতা মােঃ হুমায়ুন কবির, মােঃ সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মেহেদী হাসানসহ যুব অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ