লক্ষ্মীপুরে দীর্ঘ মেয়াদী বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পানিবন্দী রয়েছে নিম্নাঞ্চলের অর্ধলক্ষাধিক মানুষ। বিশেষ করে সদরম রামগতি ও কমলনগরের নিম্নাঞ্চলের ৬১ হাজার ৭২৫ জন মানুষ পানিবন্ধি রয়েছে।
এসব মানুষদের ত্রাণ ও পূনর্বাসন সহায়তা অব্যাহত রয়েছে। কৃষি ও মৎস্যখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রণোদনা দেয়া হচ্ছে। ক্ষত্রিগস্থ তালিকা অনুযায়ী সার, বীজ ও নগদ ১০০০ টাকা করে দেয়া হচ্ছে বলে জানা যায়।
জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. ইউনুছ মিয়া জানান, শীঘ্রই পূনর্বাসন সহায়তা প্রদান করা হবে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে। পূনর্বাসনে সেনাবাহিনী ও কৃষি বিভাগ কাজ শুরু করে দিয়েছে।
বিডি প্রতিদিন/এএম