দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল হত্যা মামলার আসামি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইমাম আবু জাফর রজ্জবকে গ্রেফতার করেছে র্যাব-১৩ সদস্যরা।
সোমবার সন্ধ্যায় তাকে কোতয়ালি থানায় সোপর্দ করেছেন র্যাব সদস্যরা।
এর আগে, বিকেল ৫টার দিকে জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুর এলাকার তার এক আত্মীয়ের বাড়ি থেকে ইমাম আবু জাফর রজ্জবকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সালমান নূর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আটক ইমাম আবু জাফর রজ্জব দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, বিগত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দিনাজপুর জেলার বেশ কিছু জায়গায় সংঘর্ষে কয়েকটি হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ইমাম আবু জাফর রজ্জবসহ অন্যদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় মামলা হয়।
এ পরিপ্রেক্ষিতে র্যাব-১৩ সিপিসি-০১-এর একটি দল সোমবার বিকালে জেলার বীরগঞ্জ থানাধীন সুজালপুর গ্রামে এক আত্মীয়ের বাসায় আত্মগোপন থাকা অবস্থায় রজ্জবকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে দিনাজপুর কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল নিহতের ঘটনায় গত ১৯ আগস্ট দিনাজপুর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এই মামলায় সাবেক হুইপ ইকবালুর রহিম এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ ২০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়। ইমাম আবু জাফর রজ্জব সেই মামলার এজাহারভুক্ত আসামি।
বিডি প্রতিদিন/এমআই