স্বৈরাচার সরকারের আমলে প্রণিত সিলেবাস পরিবর্তন করে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণের দাবিতে দিনাজপুর শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় বিভিন্ন স্লোগান দেয় তারা। মঙ্গলবার দুপুরে শহরের দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় দু’ধারে আটক পড়ে যানবাহন এবং যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানায়, বিক্ষোভে অংশ নেয় ক্রিসেন্ট, স্বারদেশ্বরী বালিকা বিদ্যালয়, দিনাজপুর হাই স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।
আধাঘন্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় বিঘ্ন ঘটে যানবাহন চলাচলে। আটকা পড়ে পথচারিসহ বিভিন্ন ধরনের যানবাহন।
বিডি প্রতিদিন/এএ