গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তারুল করিম শামীমের উপর আওয়ামী লীগের চেয়ারম্যান কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার বিকাল পাঁচটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে এ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও অপসারণ দাবি করেন।
শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান সজলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল হক, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোসলেহ্ উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান সজল, পৌর বিএনপি নেতা ফজলুল হক, গাজীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাত, শ্রমিকদল নেতা এনামুল হক খোকন, ছাত্রদল নেতা আব্দুর রহিম প্রমুখ।
বিডি প্রতিদিন/একেএ