দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুজন পুরুষ, একজন নারী ও দু’জন শিশুকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শনিবার দিবাগত মধ্যরাতে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস হতে আনুমানিক ৩০০গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা দিনাজপুরের খানসামা ও রাজশাহীর গোদাগাড়ী এলাকার বাসিন্দা।
জানা যায়, আটককৃত ব্যক্তিরা দালাল চক্রের মাধ্যমে শনিবার রাতের অন্ধকারে অবৈধভাবে রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস সংলগ্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। খবর পেয়ে কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দিনাজপুরের বীরগঞ্জ, খানসামা ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন বয়সী পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ