বাগেরহাট জেলা প্রশাসন আয়োজনে ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। রবিবার সকালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, সহকারি কমিশনার মোসা. খাদিজা আকতার, সনাক সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বসু, জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, সাংবাদিক মো. কামরুজ্জামান, মোল্লা মাসুদুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম