ফেনী সদর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্তের অনুমোদন দেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে ফেনী সদর উপজেলাসহ তিনটি উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটিসমূহ মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয় বলে জানান হয়। এতে আরো জানানো হয় শিগগিরই এই ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে।
ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল হালিম মানিক জানান, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়নি। ফেনী সরকারি কলেজ জেলার অধীনস্থ কমিটি হওয়ায় কমিটি বিলুপ্ত হয়নি।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন জানান, প্রেস রিলিজে একটু ভুল ছিলো। শুধুমাত্র সদর উপজেলা ছাত্রদল ও ফেনী কলেজ ছাড়া সদর উপজেলা অধীনস্ত সকল কলেজ, সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল