বাগেরহাটের মোরেলগঞ্জে এক নারীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে। নির্যাতিতা নারীকে উদ্ধার করে শনিবার ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন মামলার বরাত দিয়ে বলেন, শুক্রবার বেলা ২টার দিকে দক্ষিণ ঢুলিগাতী গ্রামের একটি মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী যুবক জুয়েল খান। এ ঘটনায় মেয়েটির মা মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি দক্ষিণ ঢুলিগাতী গ্রামের মিলন খানের ছেলে জুয়েল খানকে (২৮) পুলিশ গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে।
বিডি প্রতিদিন/এএ