গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ওই ব্যক্তির পরিচয় বলতে পারেনি পুলিশ। নিহত ওই ব্যাক্তির বয়স আনুমানিক ৪৫ বছর হবে জানায় পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম। এর আগে ভোর রাতে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ধাপেরহাটের আন্ডার পাসের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, শনিবার ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রংপুরে যাচ্ছিলেন। পথেইে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ধাপেরহাটের আন্ডার পাসের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছিলে অজ্ঞাত ওই ব্যক্তি সড়ক পারাপার হওয়ার সময় ওই বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে লাশটি থেতলে যাওয়ায় তাৎক্ষণিক পরিচয় সনাক্ত করা যায়নি। তিনি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এঘটনায় ঘাতক বাসটি আটক করে হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম