মানুষের সাথে গাদ্দারি, জুলুম, নির্যাতন, লুট, অপরাধ ও ব্যাংকিং সেক্টর ধ্বংস করলে কি হয়; তার প্রমাণ ইতোমধ্যেই পেয়েছে আওয়ামী লীগ। যারা অতীতে দেশের মালিক হয়েছেন তাদের পরিণতি আমরা চোখের সামনে দেখেছি। দূর অতীতেও দেখেছি, নিকট অতীতেও দেখেছি। শুধু তাই নয় আল্লাহ যদি কোনদিন আমাদের দেশ পরিচালনা করার সুযোগ দেয়, তাহলে আমরা দেশের মালিক হবো না; সেবক হবো। এর থেকে সকল রাজনৈতিক দলের শিক্ষা নেয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি আরো বলেছেন, রাজনীতি ও ধর্ম যার যার জায়গায় থাকবে, তবে জাতীয় স্বার্থে আমরা সবাই এক থাকবো। ঐক্যবদ্ধ থাকলে কোন বৈরী শক্তি কখনও বিজয়ী হতে পারবে না। তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না। জাতি যখন বিভক্ত হয়ে পড়ে, তখন ষড়যন্ত্রকারীদের জন্য সুবিধা হয়। যা হবার হয়েছে অতীতে, এখন থেকে আর সুবিধা দেয়া হবে না।
শনিবার বিকালে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে দীর্ঘ ১৮ বছর রুকন সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল সহঃ পরিচালক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ডঃ মোঃ কেরামত আলী। নওগাঁ জেলা পূর্ব জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট আ.স.ম সায়েমের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নওগাঁ জেলা পর্ব জামায়াতের আমির খ.ম আব্দুর রাকিব, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নওগাঁ পশ্চিম জামায়াতের আমির ইঞ্জিঃ মোঃ এনামুল হক, নওগাঁ জেলা পূর্ব নায়েবে আমির অধ্যাপক মোঃ মহিউদ্দীন, জেলা পশ্চিম নায়েবে আমির মাওঃ হাবিবুর রহমান, সাবেক শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও খুলনা মহানগরী কর্মপরিষদ সদস্য আ.স.ম মামুন শাহীন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ