রাত্রিবেলা দাওয়াত খেতে
আসলো ভূতের মাসি,
যতন করে পাক করেছে
গোটা চারেক খাসি।
আড়াই ডজন চিকেন ফ্রাই
ইলিশ আশিখানা,
সঙ্গে এলো ইতিল পিতিল
মাসি ভূতের ছানা।
ভূতের ছানা’র হা টি দেখে
চমকে ওঠে পিলে,
ঢেকুর তোলে তিনশত ডিম
গোগ্রাসে গিলে।
গপ গপা গপ পুড়ছে মুখে
ডান হাতে বাম হাতে,
আস্ত মোষের রোস্ট তুলে দেয়
ছানা ভূতের পাতে।