মস্ত বোয়াল
নেড়ে চোয়াল
হাঙ্গামা দেয় জুড়ে,
খলসে, ঢেলা
ফেলে খেলা
পালায় ছুটে দূরে।
ট্যাংরা মাছে
গিয়ে কাছে
ফোটায় কাঁটা লেজে,
বোয়াল বাবু
হয়ে কাবু
পালায় সাধু সেজে।
মস্ত বোয়াল
নেড়ে চোয়াল
হাঙ্গামা দেয় জুড়ে,
খলসে, ঢেলা
ফেলে খেলা
পালায় ছুটে দূরে।
ট্যাংরা মাছে
গিয়ে কাছে
ফোটায় কাঁটা লেজে,
বোয়াল বাবু
হয়ে কাবু
পালায় সাধু সেজে।