খালে বিলে নদীর কূলে
ছেলে মেয়ের জুটি,
স্বচ্ছ জলে মাছ ধরে
ধরবে পোনা পুঁটি।
ছোট বড় সবাই মিলে
ছাতা মাথায় দিয়ে,
পুকুর পাড়ে বসে আছে
বর্শা হাতে নিয়ে।
টোপ দিয়েছে আটার গুড়ো
শিকার করবে দূরে!
শরৎকালে কমছে পানি
মাতৃভূমি জুড়ে।
দুরন্ত ওই সোনালি মাছ
স্বাদে দারুণ খাসা,
রাতকানা রোগ সেরে যাবে
পুষ্টিগুণে ঠাসা।