বাদল ঝরা বর্ষা শেষে
এলো শরৎকাল,
গাছে গাছে ঝুলে আছে
পাকা পাকা তাল!
ধাপুসধুপুস পড়ছে ঝরে
বাঁকছে টিনের চাল,
ধরতে খোকন সবার আগে
দূর থেকে দেয় ফাল!
নদীর দুকূল ভরে গেছে
কাশের ফুলে ফুলে,
খুকুমণির ছোটাছুটি
এলোমেলো চুলে!
শিউলি ফুলের ফুটল হাসি
গাছের ডালে ডালে!
মেঘেরা সব কোথায় পালায়
এমন শরৎকালে?