সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তবে আগের পাঁচটি এবং নতুন করে পাঁচটিসহ মোট ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল থেকে শ্রমিকরা কাজে ফেরায় পোশাক কারখানা গুলো কর্মমুখর হয়েছে।
জানা গেছে, সকাল ৮টা থেকে শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানে কাজে যোগ দিলে উৎপাদন শুরু হয় পোশাক কারখানাগুলোয়। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সরেয়ার আলম জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তবে আজ আগের বন্ধ থাকা পাঁচটি এবং সাধারণ ছুটি ঘোষণা করা পাঁচটিসহ মোট ১০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এছাড়াও শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
সূত্র : বাসস।
বিডি-প্রতিদিন/বাজিত