পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দমন করা উচিত মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, পাহাড়ের বিষয়ে আগাগোড়া না জেনেই অনেকে এখানে মাঠে নামছেন, যা অনেক ক্ষেত্রে রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে। গতকাল রাজধানীর ইস্কাটনে ‘দুঃসময়ের কণ্ঠস্বর : স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
এদিকে গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণ অধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের আয়োজনে ‘রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় নুরুল হক নূর বলেন, বিপ্লবের পর বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তন করা হয়। বাংলাদেশের যে সংবিধান তা মানুষের মৌলিক অধিকার সুরক্ষা দিতে পারেনি, তাই নতুন করে সংবিধান পরিবর্তন করলে আমাদের আপত্তি নেই। সভায় আইনজীবী অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়।