বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, রাজনৈতিক সমস্যার সমাধান যেমন রাজনৈতিকভাবে তেমন অর্থনৈতিক সমস্যার সমাধানও অর্থনৈতিকভাবেই করা উচিত। কোটা সংস্কার আন্দোলনকেন্দ্রিক সহিংসতার কারণে সৃষ্ট অর্থনীতির ক্ষতি কাটিয়ে উঠতে করণীয় জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. জাহিদ হোসেন বলেন, আমাদের অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা হলো রাজনৈতিক অস্থিরতা। গত এক দশকে আমাদের আর্থিক খাতের অনেক অর্জন হয়েছে, এটা ঠিক। কিন্তু এর বেশির ভাগই টেকসই অর্জনের মধ্যে পড়ে না। আমরা বিপরীতমুখীভাবে চলি। আমাদের মূল্যস্ফীতি বাড়ে আবার জিডিপি প্রবৃদ্ধিও বাড়ে। অথচ কর্মসংস্থান আর বিনিয়োগ বাড়ে না। এদিক থেকে এ মুহূর্তে আমাদের অর্থনীতি একটা বড় রকমের অস্থির সময় পার করছে। আমরা আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো রাজনৈতিকীকরণ করে ফেলি যার ফলে এ সমস্যাগুলো দীর্ঘদিন ঝুলে থাকে, বাড়তেই থাকে। রাজনৈতিক সমস্যার সমাধান যেমন রাজনৈতিকভাবে তেমন অর্থনৈতিক সমস্যার সমাধানও অর্থনৈতিকভাবেই করা উচিত।