দোরগোড়ায় পূজা। সেজে উঠছে রাস্তাঘাট, মন্ডপ, ঠাকুর দালান। পূজা উপলক্ষে অনেকে গা ভাসিয়েছেন উৎসবের জোয়ারে। কারও শপিং শেষ, আবার কারও চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। পেশা বা সংসার সামলে বিউটি পারলার বা সেলুনে ঢুঁ মারছেন নানা বয়সের নারী-পুরুষ। কিন্তু পূজার সাজটা কেমন দেবেন, ভেবেছেন?
বছরভর এই কয়েকটা দিনের আনন্দের দিকেই তো তাকিয়ে থাকে বাঙালি। ক্লান্তি, বিষাদ ভুলে মেতে ওঠে শারদীয় উদযাপনে। উৎসবের দিনগুলোয় সবাই চায় ভিড়ের মাঝে নজর কাড়তে। কিন্তু পূজার দিনগুলোয় গরম থাকে। রোদের তাপ বা গরম যেন মোটেই কমতে চায় না! তাই বলে কি সাজে আপস করবেন? একদমই নয়। তাই হালকা সাজেও মোহনীয় হয়ে ওঠা যায়। হয়ে উঠতে পারেন পূজার প্যান্ডেলের সেরা সুন্দরী।
ঝলমলে সপ্তমীর সাজ :
সপ্তমী সকালের শরৎ আকাশ যেন জানান দেয় ঝলমলে সূর্য ওঠার সময় আগত। রোদ ছড়িয়ে পড়ে সবখানে। সকালে বন্ধুদের সঙ্গে আড্ডা হোক বা পূজা প্যান্ডেল, হাল্কা সাজের জুড়ি মেলা ভার। মুখে থাকুক সানস্ক্রিন। সঙ্গে হাল্কা ফাউন্ডেশন। চোখে ঘন কালো কাজল-রেখা। মায়াবী চোখ দুটি সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেকটাই, তাই যত্নে সাজান তাকে। তবে দিনের সাজে লিপস্টিকের রং যেন কখনোই উগ্র না হয়। খেয়াল রাখবেন, মেকআপ যেন আপনার ব্যক্তিত্বকে ছাপিয়ে না যায়।
অষ্টমী সকালে বাঙালিয়ানা :
অষ্টমীর সাজে বঙ্গ-ললনা পুরোটা বাঙালিয়ানায় সেজে উঠতে পারেন। এক্ষেত্রে সাবেক বাঙালিয়ানা হতে পারে আদর্শ। সকালে লাল সাদা তসর, জামদানি বা তাঁতের শাড়িতে নিজেকে মেলে ধরুন সনাতনী রূপে। সঙ্গে থাকুক সাবেক গয়না, লাল লিপস্টিক, চুড়ি। ভারী কাজল আর হাল্কা মেকআপ। দেখবেন, অঞ্জলির ভিড়ে সবার চোখ গেল আপনার দিকেই।
নবমী নিশিকন্যা :
রাত পোহালেই দুর্গাপূজার শেষ দিন। আবার তা ফিরবে একটা বছর অপেক্ষার পর। এ যেন দীর্ঘ সময় প্রহর গোনার পালা। বাঙালি তবু চায় চারপাশটা আরও কিছু দিন উৎসবমুখর হয়ে থাকুক। নবমী নিশির সাজেও তাই থাকুক আলো-আঁধারির ছোঁয়া। তাতেই দূরদ্বীপবাসিনীর মতো হয়ে উঠুন ধাঁধার মতো রহস্যময়ী। ঘন নীল বা পার্পলের মতো গাঢ়রঙা পোশাক, চোখে স্মোকি আই মেকআপ, ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিকে মায়াবী হয়ে উঠুন।
তথসূত্র : আনন্দ উৎসব