নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার পরিবেশে দূষণ ও জীববৈচিত্রের জন্য হুমকির কারণ। এই দূষণ মোকাবেলায় বসুন্ধরা শুভসংঘ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে।
শনিবার (৯ নভেম্বর) পৌর শহরের ৯নং ওয়ার্ড মাকড়াই গ্রামে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে শুভসংঘের সদস্যরা প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং এর বিকল্প ব্যবহারের প্রয়োজনীতার ওপর জোর দেন।
এ সময় বীরগঞ্জ বসুন্ধরা শুভসংঘের সভাপতি ফরহাদ হোসেন বলেন, পলিথিন ও প্লাস্টিক পচনশীল নয়, তাই এটি পরিবেশ ও মানুষের উপর বিরুপ প্রভাব ফেলে। বিশেষ করে আবাদি জমিতে পলিথিন বা প্লাস্টিক জমলে মাটির উর্বরা শক্তি বাঁধাগ্রস্ত হয়। তাই আমাদের প্লাস্টিক ও পলিথিন ব্যবহার না করাই উচিত।
এ সময় উপস্থিত ছিলেন , বীরগঞ্জ বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ, সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং তানভীর হোসেন , মাসুদ রানা প্রমুখ ।
বিডি প্রতিদিন/আশিক