দেশের ব্যবসা-বাণিজ্যকে বৈশ্বিক পরিবর্তনের সাথে এগিয়ে নিতে ব্যবসায় বিপণন পেশাজীবিদের দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। তিনি বলেছেন, তাদের ‘সময়োপযোগী দক্ষতা’ উন্নয়ন না হলে প্রথাগত বাণিজ্য কৌশলে নতুন গ্রাহকদের কাছে পণ্য পৌছানো কঠিন হয়ে পরবে।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র(টিএসসি) মিলনায়তনে বিপণন পেশাজীবিদের এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশ মার্কেটিং ডে’ উপলক্ষ্যে দ্বিতীয়বারের মত এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মার্কেটার ইনিস্টিটিউট। এতে আরও বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান।
শিল্পমন্ত্রী বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের সাথে সাথে বৈশ্বিক বিপণন কৌশলে আধুনিকায়ন হচ্ছে। তিনি দেশের ব্যবসায় শিক্ষায় উদ্ভাবনী বিপণন বিষয়কে গুরুত্ব দিতে শিক্ষার্থীদের সাথে শিল্প প্রতিষ্ঠানের সংযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি অনুরোধ করেন।
অধ্যাপক মীজানুর রহমান বলেন, ব্যবসায় শিক্ষার অন্যতম শাখা বিপণন। সময়ের সাথে পরিবর্তন ঘটছে বিপনণ কৌশলের। তাই সংশ্লিষ্টদের বাজারের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রশিক্ষিত করে গড়ে তোলা জরুরী।’
দিনব্যাপী আয়োজনে পেশগত অভিজ্ঞতা বিনিময় করেন বিপনণ খাতের শিক্ষক-শিক্ষার্থী এবং পেশাজীবিগণ। আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আয়োজক পরিষদের সদস্য সচিব শরিফুল ইসলাম দুলু বলেন, দেশের বিপনণখাতে জড়িত পয়তাল্লিশ লক্ষ মানুষের মাঝে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পেশাগত উতকর্ষ অর্জনের জন্যই ‘মার্কেটিং ডে’।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ