দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০৬ সালে এসএসসি এবং ২০০৮ সালে এইচএসসি পাসকৃত বন্ধুদের এক মনোমুগ্ধকর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুদের এক ছাতার নিচে নিয়ে আসার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার নারায়ণগঞ্জের সায়েরা গার্ডেনে আয়োজন করা হয় এসএসসি ফলাফলের ১৩ বছরের এ পূর্তি উৎসব।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান পর্ব। এরপর এসএসসি ফলাফলের ১৩ বছর পূর্তিতে কাটা হয় দু'টি কেক। দিনব্যাপী এ অনুষ্ঠানে ০৬-০৮ ব্যাচের বন্ধু শেখ রিজভী আহমেদ, মার্জিয়া ও সৈকত উপস্থাপনা করেন। পরে একে একে বন্ধুদের অনুভূতি পেশ, খেলাধুলা, নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ'র জনপ্রিয় কবিতা ‘বাতাসে লাশের গন্ধ’ কবিতাটি আবৃতি করেন গণমাধ্যমকর্মী মো. আশিকউর রাহমান তমাল। আবৃতি করা হয় নোয়াখালী জেলার আঞ্চলিক ভাষার স্বরচিত কবিতা।
অনুষ্ঠানে সবাই সবার অনুভূতি প্রকাশ করেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে একজন জানান, এই উৎসবের মধ্য দিয়ে প্রায় এক যুগ পর আমার কলেজ বন্ধুর সঙ্গে দেখা। যা কখনো ভাবিনি এভাবে দেখা হবে। এই গ্রুপটিকে একটি সার্বজনীন গ্রুপ প্রতিষ্ঠার দাবি জানান আরেক বন্ধু।
অন্য এক বন্ধু জানায়, ১৩ বছর পর সারা দেশের সকল ব্যাচ-মেটদের এক সাথে দেখতে খুবই আনন্দিত।
এছাড়াও অর্গানাইজার প্যানেলে একজন জানান, ‘মানুষ মানুষের জন্য’ এই সত্যকে বুকে লালন করেই হাতে হাত মিলিয়ে ছোট্ট ছোট্ট অবদান থেকেই বড় স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের গ্রুপটি। কখনোও ব্লাড, কখনোও আর্থিক সহযোগিতা দিয়েই মানবিক কাজে এগিয়ে যাচ্ছি আমরা।
অনুষ্ঠান বাস্তবায়নে অর্গানাইজার প্যানেলে নোমান রাসেল, মাসুম রহমান, আনোয়ার হোসেন, অনিক, তমা, তন্ময়, ইব্রাহীমসহ মোট ২৫ জনের টিম কাজ করেন। এছাড়া নাজিব বেগের ‘দুই চোর’ নাটক ও রিজভীর মন মাতানো কনসার্ট দর্শকদের মুগ্ধ করে।
উৎসবে প্রায় তিন শতাধিক বন্ধু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। সব বন্ধুদের একই রংয়ের টিশার্টে অনুষ্ঠানের নজরকাড়া সৌন্দর্য।
‘এসএসসি’০৬-এইচএসসি’০৮ স্টুডেন্টস অব বাংলাদেশ’ এই গ্রুপটি দীর্ঘদিন ধরে ফেইসবুকের মাধ্যমে পুরো বাংলাদেশের ব্যাচম্যাট বন্ধুরা সামাজিক ও মানবিক কাজে অংশ নিচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন