মাদকাসক্ত, অছাত্র, ছাত্রী উত্ত্যক্তকারীসহ সাতটি অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের নব-ঘোষিত কমিটির সভাপতি রেজাউল হক রুবেলের বিরুদ্ধে। অভিযোগের মধ্যে সর্বশেষ ৩১ আগস্ট সাংগঠনিক মিটিং রয়েছে বলে ক্যাম্পাসের ভিতরে ডেকে নিয়ে সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছের উপর দেশীয় ও বিদেশী অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন।
রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্যাডে সাবেক ৫ ছাত্রলীগ নেতার স্বাক্ষরিত এক চিঠিতে এসব অভিযোগ উঠে আসে। তবে অভিযোগগুলো অস্বীকার করেন ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল।
এ বিষয়ে চবি ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার দৃষ্টি হয়েছে। এতে চবিতে ছাত্রলীগের নেতৃত্বের বিষয়েও নানান ধরণের প্রশ্ন উঠেছে চবি অঙ্গনে।
সাত অভিযোগের মধ্যে রয়েছে- বর্তমানে ছাত্রত্ব নেই (২০০৬-০৭ সেশনের ছাত্র), ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক অনেক আগেই বয়সের সময়সীমা শেষ, মাদকাসক্ত (যা ডোপ টেষ্ট দিলেই প্রমাণ হবে), চবির ক্যাম্পাসে টাকা না দিয়ে দোকান থেকে নাস্তা করা, রিক্সা চালকদের ভাড়া না দেয়া, চুরি ও ছিনতাইয়ে জড়িত থাকা এবং ছাত্রী উত্ত্যক্তকারী। এসব বিষয়সহ নানাবিধ আরো অনেকগুলো কারণ উল্লেখ করে সংবাদ মাধ্যমে লিখিত ও স্বাক্ষরিত একটি অভিযোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জীবন ও মোহাম্মদ ফারুক, সাবেক ক্রীড়া সম্পাদক মাহাফুজ আহমেদ এবং সাবেক সাংস্কৃতিক সম্পাদক মুনতাছির মুনিম মুন।
চট্টগ্রাম বিশ্বদ্যিালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জীবন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ছাত্রলীগ সভাপতি রুবেলের অত্যাচারে খোদ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরাই অতিষ্ট হয়ে গেছে। মিটিং এর নামে ডেকে নিয়ে নির্মম নিযার্তন ও হুমকি-দমকিও দেয়া হচ্ছে। চবি ছাত্রলীগ সভাপতি ক্যাম্পাসে ছাত্রলীগের ভিতেরই উত্তপ্ত পরিস্থিতি তৈরি করছে। এ অবস্থায় সভাপতি রুবেলকে চবি ও ছাত্রলীগের পদ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।
অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, রাজনীতি যেহেতু করি আমার বিরদ্ধে অপপ্রচার তো হবেই, এটাই স্বাভাবিক। তবে ৩১ আগষ্টের যে মারধরের ঘটনা ঘটেছে, সেই বিষয়ে আমরা উভয়েই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবো দ্রুত সময়ের মধ্যেই। তাছাড়া কোন ধরণের অনিয়ম, অনৈতিক কাজের সাথে লিপ্ত নেই বললেন চবি ছাত্রলীগ সভাপতি রুবেল।
বিডি প্রতিদিন/এ মজুমদার