২০ অক্টোবর, ২০১৯ ২০:২১

জাবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ, বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ, বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেছে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর'। আজ রবিবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।  কুশপুত্তলিকা দাহ কর্মসূচির পূর্বে উপাচার্য স্বাক্ষরিত সব ধরনের অফিস আদেশ প্রত্যাখান করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

দুর্নীতির বিরুদ্ধে গড়ে উঠা শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ সংগঠন 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর'র মুখপাত্র দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, 'আমরা উপাচার্যকে প্রত্যাখ্যান করেছি, তারপরও উপাচার্য তার কাজ চালিয়ে যাচ্ছেন। উপাচার্যকে অপসারণের জন্য আচার্যের কাছে চিঠি দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর ফলে আমরা কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছি। আজকে কুশপুত্তলিকা দাহ করার মাধ্যমে একজন দুর্নীতিবাজ, স্বেচ্ছাচারী, যৌন নিপীড়কের পৃষ্ঠপোষক এবং মামলাবাজ উপাচার্যকে প্রত্যাখ্যান করছি। তাকে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে এই ক্যাম্পাসে তার অস্তিত্বকে বিলুপ্ত ঘোষণা করছি।'

পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন বলেন, 'উপাচার্যকে দাহ করা আমাদের জন্য কষ্টের। একজন উপাচার্যকে দাহ করার মাধ্যমে আমরা নিজেরাই দাহ হচ্ছি। ফারজানা ইসলাম আপনি আর জাহাঙ্গীরনগরকে পিছিয়ে নেবেন না। আপনি জাহাঙ্গীরনগর থেকে বিদায় নিয়ে জাহাঙ্গীরনগরকে রক্ষা করুন।'

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, 'অধ্যাপক ফারজানা ইসলাম উপাচার্য হিসেবে কোনো অফিস আদেশে আর সাইন করতে পারবেন না। আজকের পর থেকে আমরা ফারজানা স্বাক্ষরিত সব অফিস আদেশ প্রত্যাখ্যান করছি।'

বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন- অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, অধ্যাপক জামাল উদ্দিন রুনু, অধ্যাপক আনোয়ার উল্লাহ ভূঁইয়া, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, অধ্যাপক তারেক রেজা প্রমুখ।

এছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, জাবিতে চলমান সাড়ে ১৪শ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পকে ঘিরে জাবি উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠার পর থেকে তার অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর'।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর