২২ জানুয়ারি, ২০২০ ২১:০৬

ইবি শিক্ষকের বিরুদ্ধে বই নকলের অভিযোগ তদন্ত কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইবি শিক্ষকের বিরুদ্ধে বই নকলের অভিযোগ তদন্ত কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন লেখকের অনূদিত দশের অধিক বই নিজ নামে প্রকাশ করার অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোয়ার্দার, আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মণ্ডল। কমিটিকে যথা শিগগির সম্ভব উপাচার্যের নিকট তদন্ত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর