১ ডিসেম্বর, ২০২০ ১৭:১৩

অধ্যাপক রতন লাল চক্রবর্ত্তীর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

অধ্যাপক রতন লাল চক্রবর্ত্তীর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও স্বনামধন্য ইতিহাসবিদ ড. রতন লাল চক্রবর্ত্তী আর নেই। মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

অধ্যাপক ড. রতন লাল চক্রবর্ত্তীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। 

মঙ্গলবার এক শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. রতন লাল চক্রবর্ত্তী ছিলেন একজন স্বনামধন্য ইতিহাসবিদ ও গবেষক। তিনি ইতিহাস বিষয়ে মৌলিক গ্রন্থসহ বহু গ্রন্থ রচনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রকাশিতব্য ‘হিস্ট্রি অব ঢাকা ইউনিভার্সিটি’ শীর্ষক গ্রন্থের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি ছিলেন প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন অসাধারণ গুণী ব্যক্তি। বাংলাদেশে ইতিহাস চর্চা, প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন। 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক ড. রতন লাল চক্রবর্ত্তীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর