শিক্ষার্থীদের টিকা নিবন্ধন সম্পর্কিত প্রশাসনিক কাজে অব্যবস্থাপনায় টিকা গ্রহণ সংশ্লিষ্ট ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিজেদের নিবন্ধন করতে বরাবরই ব্যর্থ হচ্ছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অফিস যা বলছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলছেন তার উল্টো কথা।
তথ্যানুযায়ী, গত মার্চ মাসের ৭ তারিখে এক নোটিশের মাধ্যমে টিকাগ্রহণ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য শেকৃবির রেজিস্ট্রার অফিসের ইমেইলে পাঠাতে বলা হয় শিক্ষার্থীদের। গতকাল ৪ জুলাই বিশ্ববিদ্যালয়কে দেওয়া তথ্যসম্বলিত একটি ফাইল শিক্ষার্থীদের নজরে আসে, যেখানে অনেকেই সঠিকভাবে সব তথ্য দেওয়ার পরও আংশিক ও পূর্ণ তথ্য নেই বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
ফাতেমাতুজ জোহরা বৃষ্টি নামে এক শিক্ষার্থী তার আবাসিক হলের সেই ফাইলের ছবি শেয়ার করে বলেন, ‘মেয়েদের হলের জায়গায় ছেলের নাম, অথচ সেই নামের (বিমল প্রসাদ খানাল) বিপরীতে থাকা রেজিস্ট্রেশন ও এনআইডি নম্বর আমার নিজের। ওই ফাইল ঘেটে আরও দেখা যায় ছাত্রদের আবাসিক হল নজরুল হলের লিস্টে দুইজন মেয়ের নাম।
শাহরিয়ার সজিব বলেন, আমি ইমেইল করেছিলাম, কিন্তু লিস্টে আমার নাম নেই।
মওদুদ আহমেদ বলেন, সব তথ্যই দিয়েছিলাম কিন্তু এনআইডি নম্বর যোগ হয়নি লিস্টে। বিদ্যমান এমন অসঙ্গতির পরও গতকাল ৪ জুলাই শেকৃবি শিক্ষার্থী, যারা ইতোমধ্যে রেজিস্ট্রার বরাবর তথ্য দিয়ে ইমেইল করেছেন তারা সুরক্ষা’য় নিবন্ধন সম্পন্ন করতে পারবেন বলে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়। যারা ব্যর্থ হবেন তাদেরকে উদ্বিগ্ন না হয়ে বারবার চেষ্টা করতেও বলা হয় এতে। অথচ বারবার চেষ্টায় নিবন্ধনে বারবার ব্যর্থই হচ্ছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের সর্বশেষ জানতে প্রতিনিয়ত রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ প্রতিদিন। রেজিস্ট্রার শেখ রেজাউল করিম গতকাল বলেন, ‘আজকে বিকেলের মধ্যে ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে।’
আজকে যোগাযোগ করলে বলেন, ‘প্রথমদিকে যাদের (বিশ্ববিদ্যালয়) সিরিয়াল তাদেরকে আগে টিকা দিচ্ছে। কথা বলেছি আরেকদিন লাগবে।’
এ বিষয়ে জানতে চাইলে ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান জানান, ‘যে বিশ্ববিদ্যালয়গুলো আগে তথ্য দিয়েছে তারা আগে টিকা পাচ্ছে। শেরেবাংলার বিষয়ে রেজিস্ট্রারই ভালো বলতে পারবেন।’
শেকৃবি’র ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন জানান, ‘এ ব্যপারে আমি রেজিস্ট্রারের সাথে কথা বলার জন্য ফোন দিয়েছিলাম, তিনি ধরেননি। দেখি, পরে কথা বলবো।’
উল্লেখ্য, এরইমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, নোয়খালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারছেন। ঢাকা বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীরা আজ থেকে টিকা গ্রহণও করছেন।
বিডি প্রতিদিন/ফারজানা