করোনা পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের পরীক্ষা সশরীরে নেওয়া সম্ভব না হলে অনলাইনে নেওয়া হতে পারে। কীভাবে অনলাইনে পরীক্ষা নেওয়ার হবে, এ সংক্রান্ত তিনটি টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে গুগল ক্লাসরুম, জুম ও ক্যামস্ক্যানার ব্যবহার করে কীভাবে অনলাইনে পরীক্ষা গ্রহণ, প্রত্যবেক্ষণ ও উত্তরপত্র জমাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। যে সকল বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে, এই ভিডিও টিউটোরিয়ালগুলো সে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরকেও অনলাইনে পরীক্ষা গ্রহণে সহায়তা করবে বলেও এতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পরামর্শে এবং বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স ইন টিচিং এন্ড লার্নিং -এর উদ্যোগে গুগল ক্লাসরুম, জুম এবং ক্যামস্ক্যানার ব্যবহার করে অনলাইনে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কর্মকৌশলের সাথে শিক্ষক ও পরীক্ষার্থীদের পরিচিত করার উদ্দেশ্যে তিন পর্বের ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করা হয়েছে।
প্রথম পর্বে Google Classroom ব্যবহার করে পরীক্ষা নেয়া সংক্রান্ত ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করেছেন ঢাবির আইসিটি সেল-এর পরিচালক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান। টিউটোরিয়ালটি https://drive.google.com/file/d/1OWLT6v0Ak9JoxYO3o6b3soRCqU-eoL9l/view?usp=sharing লিংক-এ পাওয়া যাবে।
দ্বিতীয় পর্বে অনলাইনে পরীক্ষা গ্রহণের সময় প্রত্যবেক্ষণ-এর জন্য Zoom-এর ফিচারসমূহ নিয়ে ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করেছেন তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ শফিউল আলম খান যা https://drive.google.com/file/d/1cRzZWTqFl0CVbGz5UTq4-ZoVMMkU_-ep/view?usp=sharing লিংক-এ পাওয়া যাবে।
শেষ পর্বে CamScanner মোবাইল অ্যাপ ব্যবহার করে পরীক্ষার উত্তরপত্র স্ক্যান করে একটি সিঙ্গেল pdf ফাইল তৈরি করে সেটিকে Rename করা এবং ঐ অ্যাপ থেকে সরাসরি Google Classroom-এর কোন অ্যাসাইনমেন্ট-এর বিপরীতে উত্তরপত্র অ্যাটাচ করা সংক্রান্ত ভিডিও টিউটোরিয়ালটি https://drive.google.com/file/d/1GjUpSCmwXc7R_qWFTAVFyWq_h0tQ1V0Y/view?usp=sharing লিংক-এ পাওয়া যাবে। এটি তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. সাঈদ সিদ্দিক তৈরি করেছেন।
এর আগে, গত ১ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদের বিশেষ সভায় লকডাউন বা করোনা পরিস্থিতির অবনতির কারণে সশরীরে পরীক্ষা নেয়া সম্ভব না হলে ওয়েট ল্যাব বা হার্ডওয়্যার ল্যাব কেন্দ্রীক পরীক্ষা ব্যতীত সকল পরীক্ষা অনলাইনে নিতে বিভাগ ও ইন্সটিটিউটগুলোকে নির্দেশনা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইন পরীক্ষা গ্রহণের বিস্তারিত নীতিমালাও প্রকাশ করা হয়। যদিও কঠোর লকডাউনে অনলাইনে পরীক্ষা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন