শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০২১-২২ অর্থবছরের জন্য ১৪৯ কোটি ৮৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ অর্থবছরের বাজেটে গবেষণা খাতসহ ৭ টি খাতে বরাদ্দ বেড়েছে। গবেষণা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৬ কোটি টাকা যা গত অর্থবছরে ছিল ৪ কোটি ২০ লাখ টাকা।
সোমবার (১২জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও অর্থ কমিটি সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা করা হয় ১৪৯ কোটি ৮৯ লাখ টাকা যেখানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ১৫ কোটি ২১ লাখ টাকা। এ বাজেটের মধ্যে আবর্তক অনুদান বাবদ বেতন-ভাতা ও পেনশন খাতে ৯৬ কোটি ১২ লাখ, পণ্য ও সেবা খাতে ৩৪ কোটি ৬০ লাখ, গবেষণা খাতে ৬ কোটি ও অন্যান্য অনুদান খাতে ৯১ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এছাড়া মূলধন অনুদান বাবদ যন্ত্রপাতি খাতে ৮ কোটি ৪১ লাখ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ১ কোটি ৫৫ লাখ, অন্যান্য মূলধন অনুদান খাতে ৫১ লাখ টাকা এবং যানবাহন বাবদ ১ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে যা দিয়ে ২টি বাস, ১টি মাইক্রোবাস ও ১টি পিকভ্যান কেনা হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা ও ওয়াকওয়ের জন্য ১ কোটি, প্রধান ফটকের জন্য ৭০ লাখ ও শিক্ষক-কর্মকর্তাদের কম্পিউটার কেনা বাবদ ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে যা উপরে উল্লেখিত বিভিন্ন খাতে সংযুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনকালীন সংকটেও বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষা ও অবকাঠামো খাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। এ উদ্দেশ্যে আমরা বর্তমান বাজেটের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বাস ক্রয়, সকল শিক্ষক-কর্মকর্তাদের জন্য কম্পিউটার ক্রয় ও ট্রেনিং এর ব্যবস্থা, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ডেভোলপ, প্রত্যেক ভবনে বিল্ট ইন ওয়াইফাই এর ব্যবস্থা, ই-নথি চালু, বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন এবং শিক্ষা-গবেষণাকে আরও গতিশীল করতে বিভিন্ন কাযক্রম গ্রহণ করবো।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুমোদিত বাজেটের বাইরেও বর্তমানে অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রায় ১২০০ কোটি টাকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন