সুখের স্কুলের আয়োজনে ‘মেন্টার ওয়েলবিং: করছি কি, করবো কি?’ শিরোনামে অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়া আলোচকরা কোভিড-১৯ পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রভাব এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। পরিবারের সঙ্গে কোয়ালিটি সময় কাটানো, শরীরচর্চা-বই পাড়া, মেডিটেশন, আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়ন, ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন বিষয় আলোচকদের কথায় উঠে আসে।
১০ জুলাই অনুষ্ঠিত ওই অনলাইন বৈঠকটি সঞ্চালনা করেন সুখের স্কুলের ফাউন্ডার জোবায়ের রুবেল। এতে আরু উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরামর্শক আহসান হাবিব বাদল। মানুষকে সুখী হতে উৎসাহিত করা, শিক্ষাদান করা এবং একটি সুখী মানুষের কমিউনিটি গড়ে তোলাই সুখের স্কুলে উদ্দেশ্য। ‘আনলক ইয়োর ট্রু পোটেনশিয়াল’ (Unlock Your True Potential)-স্লোগানে প্রতিষ্ঠানটি ২০২০ সালের ডিসেম্বর মাসে যাত্রা শুরু করে।
আলোচনাকালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার হেলাল উদ্দিন আহম্মেদ বলেন, করোনাকালে মানুষের বিষন্নতার হার চার থেকে আটগুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সেকশনের থিওসফিক্যাল সোসাইটির ন্যাশনাল লেকচারার ডক্টর আলমাসুর রহমান বলেন, অভিভাবকরা সচেতন হলেই শিশুরা সচেতন হবে। স্কটল্যান্ডের পিপুল ডিরেক্টর সিআইসির ডিরেক্টার ডক্টর করেন গ্রেসলি এ্যাডামস সমাজের সাথে মানুষের সংযোগ ঘটাতে হবে বলে মত দেন।
এছাড়া আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ শরীফউদ্দিন প্রামাণিক বলেন, দুর্নীতি প্রতিরোধ করে স্বল্প আয়ের মানুষদের জন্য পরিকল্পনা মাফিক রূপরেখা তৈরি করতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন প্রাভা হেলথের হেড অফ মার্কেটিং এন্ড কর্পোরেট সেলসের পক্ষ থেকে শাফায়াত আলী চয়ন, কোর ফ্যাসিলিটেশনের সিইও এবং লিড কনসালটেন্ট কাজী নাঈম, স্কটল্যান্ডের ওয়েলবিং নেস্ট ফর আজের প্রজেক্ট ম্যানেজার মোঃ রেজাউর রহমান রিংকু, সুখের স্কুলের পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক, লেখক ও পরিচালক সাজু আহমেদ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ