শিরোনাম
২৪ জুলাই, ২০২১ ১৪:১৯

ফকির আলমগীরের মৃত্যু, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি: ড. মশিউর রহমান

গাজীপুর প্রতিনিধি

ফকির আলমগীরের মৃত্যু, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি: ড. মশিউর রহমান

ড. মো. মশিউর রহমান

একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তী গণসংগীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, করোনায় আরও বহুজনের সঙ্গে বাংলাদেশের এক কীর্তিমান শিল্পীর মুত্যু ঘটল। তাঁর এই মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।

শনিবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, বাংলাদেশের ঐতিহাসিক সব আন্দোলনে ফকির আলমগীর তাঁর গানের মাধ্যমে দেশের মানুষকে উজ্জীবিত করেছেন। তিনি ৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শব্দ সৈনিক হিসেবে এবং স্বাধীনতাত্তোর বাংলাদেশে ৯০ এর সামরিক শাসন বিরোধী গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তাঁর এই অবদান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গভীর শ্রদ্ধায় চির স্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই প্রস্থান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে, যা অপূরণীয় ক্ষতি।

ফকির আলমগীরের নিবেদিতপ্রাণ গান এবং মুক্তিযুদ্ধে তাঁর অবদান আগামী প্রজন্মকে জানানোর জন্য উদ্যোগ নেয়া প্রয়োজন বলেও মনে করেন উপাচার্য। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর