ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগ (এমএসজে) সম্প্রতি বাংলাদেশের বিনোদন মাধ্যমের টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারি নীতিমালা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি শ্বেতপত্র প্রকাশ করেছে।
বাংলাদেশের বিনোদন মাধ্যমের সাম্প্রতিক প্রবণতাসমূহ এবং এই খাতের বিকাশ ও ব্যবস্থাপনা/নিয়ন্ত্রণের সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনা করা শ্বেতপত্রটির মূল উদ্দেশ্য। বিনোদন শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করার প্রয়াসে কী ধরনের ব্যবস্থাপনা ও আইনি কাঠামো অনুসরণ করা যেতে পারে-সে বিষয়ে এই ক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত অংশীদাররাই সর্বোৎকৃষ্ট দিক-নির্দেশনা দিতে সক্ষম বলে শ্বেতপত্রটিতে দাবি করা হয়।
ইউল্যাবের গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো, সহযোগী অধ্যাপক ড. সরকার বারবাক কারমাল এবং সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল কাদের সম্মিলিতভাবে শ্বেতপত্রটির খসড়া তৈরি করেছেন।
বিডি প্রতিদিন/এমআই