রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহ মুহম্মদ হাবীবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।
অধ্যাপক শাহ মুহম্মদ হাবীবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হাবীবুর রহমানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জানা গেছে, ১৯৭০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেন অধ্যাপক শাহ মুহাম্মদ হাবীবুর রহমান। ২০১২ সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন তিনি। কর্মজীবনে শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট, সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির সদস্য, বিভাগীয় সভাপতি ও দুই দফায় জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ অন্যান্য দায়িত্ব পালন করেছেন এ অধ্যাপক। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
এদিন বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে বিশ্ববিদ্যালয় গোরস্থানে দাফন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই