সাব্বির আহমেদ জিসান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন। এবার তিনি ৪১তম বিসিএসে ‘কাস্টমস অ্যান্ড এক্সাইজে’ (ক্যাডার) প্রথম স্থান অধিকার করেছেন।
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কাজীহাটি গ্রামের বিখ্যাত মুন্সি-বাড়ির রুহুল আমিন মাস্টারের ছেলে তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে পড়াশোনা করেছেন তিনি।
মা বাছিরুতুননেছা লিপি একজন গৃহিনী। দুই ভাইবোনের মধ্যে জিসান বড়। ছোট বোন প্রাপ্তি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। ছোটোবেলা থেকেই অত্যন্ত মেধাবী জিসান নিজের গ্রামের স্কুল থেকেই প্রাথমিক ও মাধ্যমিকে ভালো ফলাফল করেন।
ময়মনসিংহ কেবি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানেও ভালো ফলাফল করেন। এরপর ঢাকায় একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ শুরু করেন। এর মধ্যে ৪১তম বিসিএসে অংশ নিয়ে তিনি ‘কাস্টমস অ্যান্ড এক্সাইজ’ (ক্যাডার)- এ সারাদেশে প্রথম স্থান লাভ করেন।
সবার কাছে দোয়া চেয়েছেন জিসান বলেন, ‘একান্ত ইচ্ছা থাকলে এবং কঠোর শ্রম দিলে তা বিফলে যায় না।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ