রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের এ সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিগত কয়েক বছর যাবত আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ চলতি বছর মহামারী আকারে দেখা দিয়েছে। আকস্মিক এই প্রবণতায় যে সংকট দেখা দিয়েছে তা সমাধানে প্রয়োজন চিকিৎসার সঠিক ব্যবস্থাপনা। সেক্ষেত্রে এই সেমিনার একটি কার্যকর উপায় বলে তিনি মন্তব্য করেন। এছাড়াও ডেঙ্গু মহামারী রোধে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়েও দিক নির্দেশনা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
সেন্টারের পরিচালক ডা. তবিবুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক।
সেমিনারে ডেঙ্গু মহামারী ও চিকিৎসাসহ প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করেন রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহিদুল ইসলাম।
জানা গেছে, সেমিনারে ডেঙ্গু রোগের উৎপত্তি, সংক্রমণ ও বিবর্তন সংক্রান্ত আলোচনা হয়েছে। এছাড়া এই রোগে সুরক্ষিত থাকা উপায়, প্রয়োজনীয় পদক্ষেপ ও সচেতনতার দিক তুলে ধরা হয়। একই সঙ্গে বিবর্তীত এই ডেঙ্গুর প্রতিষেধক ও চিকিৎসা সংক্রান্ত আলোচনাও সেমিনারে হয়।
এসময় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের বিভিন্ন ইউনিটের চিকিৎসক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন