যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। মঙ্গলবার দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু হলে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সিনেট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামানিক। সভায় ‘আমার দেখা নয়াচীন : বঙ্গবন্ধুর পর্যবেক্ষণ ও আসাদের করণীয়’ বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিচ অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফকরুল আলম।
আলোচনাকালে এ অধ্যাপক বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শিতা ছিল কালজয়ী। বঙ্গবন্ধু এমন একজন মানুষ ছিলেন যিনি কারাগারে থেকেও অন্য বন্দিদের নিয়ে ভাবতেন, তাদের অধিকারের কথা ভাবতেন। শুধু তাই নয়, তিনি এ দেশের কৃষক, মজুর ও শোষিত মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধু রাজনৈতিক দূরদর্শিতা বিশ্বনন্দিত। তিনি ছিলেন বাঙালির জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার কারিগর। সমাজতান্ত্রিক চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধু পাকিস্তানের শোষণ থেকে এ দেশের মানুষকে রক্ষায় ছিলেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, বিভিন্ন অনুষদের ডিন, কর্মকর্তা, হল প্রাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে, দিবসটিকে কেন্দ্র করে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল প্রশাসন, কর্মকর্তা-কর্মচারী পরিষদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শোক র্যালি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে।
বিডি প্রতিদিন/এমআই