ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের নেত্রী তানিয়া আক্তার তাপসীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। নোটিশে আগামী তিন দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত মঙ্গলবার দুপুরে টিএসসি মিলনায়তনে ঢাবি ছাত্রলীগ নেত্রী ও ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রীদের সংঘর্ষের ঘটনায় তানিয়াকে এমন নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনি ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তানিয়া আক্তার তাপসীর (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ) বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব উল্লেখিত ব্যক্তিকে আগামী তিন দিনের মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো
এর আগে, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গত মঙ্গলবার দুপুরে টিএসসি মিলনায়তনে ছাত্রলীগ আলোচনা সভার আয়োজন করে। সভা চলাকালে বাহাসের পর সভা শেষে টিএসসি মিলনায়তনের প্রবেশপথে ইডেনের নেতা-কর্মীদের সঙ্গে মারামারিতে জড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শামসুন নাহার হল ও রোকেয়া হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে এ ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের কাছে বিচারের দাবিতে বুধবার বিকেলের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ফটকে জড়ো হয়েছিলেন ইডেন কলেজ শাখার একদল নেত্রী।
বিডিপ্রতিদিন/কবিরুল