ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুশোভন বাছাড়। তার প্রাপ্ত নম্বর ৯০.৭৫।
রবিবার বিকেলে প্রকাশিত ফলে এ তথ্য জানা গেছে। সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগামী ২৩ জানুয়ারি। গত ১৭ জানুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩৮০টি আসন এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে জমা পড়ে মোট এক লাখ ৩৫ হাজার ৬৬৫ আবেদন।
তার মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এক হাজার ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী।
বিডি প্রতিদিন/কেএ