বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী, নবীণবরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাংবাদিক শুশান্ত ঘোষ, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। নবীণ সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আব্দুল কাদের জীবন।
ববি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক নওরিন নুর তিষার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, সহকারী প্রক্টর, শিক্ষক, সাংবাদিক, কর্মকর্তা ও ববি প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে নবীন সদস্যদের চাবির রিং ও কলম প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভার পরে দুপুর ১টায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়া, প্রশিক্ষণ কর্মশালায়ে সেরা প্রতিবেদক দুজন ও একজনকে সেরা সংগঠক হিসেবে নির্বাচিত করে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/কেএ