শাহবাগে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে যৌথভাবে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শাহবাগে গিয়ে শিক্ষকদের সাথে এক হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী।
সমাবেশে শরীফ ওসমান বিন হাদী বলেন, সরকার পরিবর্তন হলেও পুলিশ লীগের চরিত্রের এখনো পরিবর্তন হয়নি। আজকে তারা শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের শিক্ষকদের ওপর হামলা করে। শিক্ষকরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়ায়নি। তাহলে কিভাবে পুলিশের সাহস হলো তারা নিরস্ত্র শিক্ষকদেরকে লাঠি চার্জ করে। শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে ইবতেদায়ী মাদ্রাসার চাকরিকে জাতীয়করণের দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল কবির সগীর বলেন , আপনারা জানেন মাদ্রাসার শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত।পুলিশের পোশাক চেঞ্জ হলেও তাদের চরিত্রে চেঞ্জ হয়নি। তারা এখনো ফ্যাসিবাদী হাসিনার মতো আচরণ করছে। আমরা স্পষ্ট করে সরকার কে বলে দিতে চাই, যদি ইবতেদায়ী মাদ্রাসার চাকরিকে জাতীয়করণ করা না হয় আমরা আবার রাজপথে নেমে আসবো।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান রিফাত বলেন, আজকে পুলিশ যে কাজ টি করেছে সেটি অত্যন্ত ন্যাক্কারজনক। শিক্ষকরা যে বেতন পায় তাতে তাদের সংসার ই চলে না।আমরা হামলার সুষ্ঠ তদন্তের পাশাপাশি ইবতেদায়ী মাদ্রাসার চাকরিকে জাতীয়করণ চাই।
প্রসঙ্গত, ইবতেদায়ী মাদ্রাসা চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে পুলিশি বাঁধার সম্মুখীন হন। এক পর্যায়ে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকটজন শিক্ষক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
বিডি প্রতিদিন/নাজমুল