মধ্যরাতে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীরা। চলছে ধাওয়া পালটা ধাওয়া। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রবিবার রাত ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব অবরোধ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বাসভবনের উদ্দেশে রওনা দেওয়ার ঘোষণা দিলে আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের ভেতরের দিকে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিকে সোয়া এগারোটার দিকে নীলক্ষেত মোড় হয়ে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে চলে আসে সাত কলেজের শিক্ষার্থীরা। কিছুক্ষণ মুখোমুখি অবস্থানের পর শুরু হয় ধাওয়া পালটা ধাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া দিলে পিছু হটতে থাকে সাত কলেজের শিক্ষার্থীরা। এসময় তাদের ধাওয়া দিয়ে নিউমার্কেট-সায়েন্স ল্যাব রোডের দিকে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মাঝেই শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ। মাঝখানে পুলিশ হস্তক্ষেপ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে না। এসময় দু পক্ষকে বিচ্ছিন্ন করতে টিয়ার শেল,শব্দবোমা নিক্ষেপ করে পুলিশ।
উল্লেখ্য, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি অধ্যাপক ড. মামুনের (শিক্ষা) অসদাচরণের অভিযোগের প্রতিবাদ জানিয়ে তার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এর আগে ঢাবির প্রো-ভিসিকে শিক্ষার্থীদের কাছে ১ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।
২. শ্রেণীকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।
৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।
৪. নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।
৫. সাত কলেজের ভর্তি ফি’র স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি’র টাকা জমা রাখতে হবে।
বিডি প্রতিদিন/নাজমুল