প্রকাশনায় এবং পাণ্ডুলিপি সম্পাদনায় সৃজনশীলতা ও পেশাদারিত্ব থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ই-লার্নিং সেন্টারে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী ‘প্রকাশনা ও মুদ্রণ বিষয়ক’ এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, বাংলা ভাষার প্রায়োগিক প্রসার ও প্রমিত বাংলা চর্চাকে তরান্বিত করাই এ কর্মশালায় মূল লক্ষ্য। এ রকম শিখন ও প্রশিক্ষণ করা গেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে বাংলা ভাষার সমরূপ চর্চা নিশ্চিত হবে। প্রকাশনায়, পাণ্ডুলিপি রচনা ও সম্পাদনায় সৃজনশীলতা ও পেশাদারিত্ব থাকতে হবে। তবেই এ কর্মশালার আয়োজন সার্থক হবে বলে আমার বিশ্বাস।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম ও বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মুন্তাজ।
এ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মুন্তাজ ও বাংলা একাডেমির উপ-পরিচালক ড. কুতুব আজাদ।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
বাউবির ৬০ জন শিক্ষক ও কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/কেএ