পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস তথা শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ার লক্ষ্যে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের নির্দেশনায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের তত্ত্বাবধানে এস্টেট শাখার সহযোগিতায় এ কার্যক্রম শুরু করা হয়।
যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিডি প্রতিদিন/কেএ