বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীর বিরুদ্ধে কর্মকর্তাকে জুতা দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ন্যায়বিচার পেতে ভুক্তভোগী কর্মকর্তা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে অর্থ ও হিসাব দফতরে এ ঘটনা ঘটেছে।
ঘটনার শিকার শহীদুল ইসলাম অর্থ ও হিসাব দফতরের প্রশাসনিক কর্মকর্তা। আর অভিযুক্ত মতিউর রহমান বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী।
ঘটনার সত্যতা স্বীকার করে রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, শারীরিকভাবে অসুস্থ থাকায় বিশ্ববিদ্যালয়ে আসিনি। তবে, অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে বিষয়টি উপাচার্যকে অবহিত করা হয়েছে। দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত কর্মচারী মতিউর রহমানকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত অভিযোগে প্রশাসনিক কর্মকর্তা শহীদুল ইসলাম উল্লেখ করেছেন, দুপুর সাড়ে ১২টার দিকে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত কর্মচারী মতিউর রহমান এসে তার (প্রশাসনিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম) সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেন। একপর্যায়ে মতিউর রহমান দফতরের সবার সামনে পায়ের জুতা খুলে পিটিয়েছেন তাকে।
এ বিষয়ে কর্মচারী মতিউর রহমান জানান, প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম চাকরি দেওয়ার প্রলোভনে তার মাধ্যমে পর্যায়ক্রমে ৩২ লাখ ৬০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু কাউকে চাকরি না দিয়ে সেই টাকাগুলো নিজের কাছে রেখে দিয়েছেন। টাকা ফেরত চাইতে গেলে তাকে ধাক্কা দেন শহিদুল ইসলাম। এরপর তাকে জুতা দিয়ে মারতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে জানতে প্রশাসনিক কর্মকর্তা মো. শহিদুল ইসলামকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
তবে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের উপ-পরিচালক মো. আতিকুর রহমান বলেন, তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ও লেনদেন থাকতেই পারে। কিন্তু চাকরির শৃঙ্খলা ভঙ্গের এমন ঘৃণ্য কাজের জন্য বিচার হওয়া অবশ্যই উচিত।
বিডি প্রতিদিন/কেএ