দেশের টেলিযোগাযোগ অবকাঠামোগত সেবাদাতা সংস্থা ইডটকো বাংলাদেশ ‘টাওয়ার টু পাওয়ার’ সিএসআর উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনসাধারণের জীবনমান পরিবর্তন অব্যাহত রেখেছে। নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের অংশ হিসেবে, প্রতিষ্ঠানটি দিনাজপুরের সেন্ট ফ্রান্সিস হাই স্কুলে সম্পূর্ণ বিনামুল্যে ২ দশমিক ২ কিলোওয়াট নিরবচ্ছিন্ন সৌরবিদ্যুৎ সংযোগ স্থাপন করেছে যা তাদের টেলিকম টাওয়ারের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। এর ফলে স্কুলটির ২৫০ শিক্ষার্থী ও কর্মচারীর দীর্ঘ দিনের বিদ্যুৎ বিচ্ছিন্নতা সঙ্কট থেকে মুক্তি পেতে যাচ্ছে।
দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, চার্চের বিশপ সেবাস্তিয়ান টুডু ও স্কুলের সুপিরিয়র জেনারেল বিনা এস রোজারিওর উপস্থিতিতে স্কুল গেটে ফিতা কেটে কার্যক্রমটির উদ্বোধন করেন ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক, ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর ড. সাব্বির আহমেদ ও অপারেশনস ডিরেক্টর মো. মনোয়ার সিকদার।
এসময় ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, ইডটকো-তে আমরা আমাদের অবকাঠামোকে বৃহত্তর কল্যাণে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে নেটওয়ার্ক সংযোগের সুবিধা সবার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। ‘টাওয়ার টু পাওয়ার’ উদ্যোগটি এই লক্ষ্যেরই প্রতিফলন, যেখানে সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে নবায়নযোগ্য জ্বালানি সরবরাহের মাধ্যমে বিদ্যুত সংকট মোকাবিলা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সেন্ট ফ্রান্সিস হাই স্কুল ও হোস্টেলে বিদ্যুৎ সরবরাহ করে আমরা শুধু শ্রেণিকক্ষ আলোকিত করছি না, বরং শিক্ষার্থীদের জন্য স্থিতিশীল ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশও নিশ্চিত করছি। এই ধরনের উদ্যোগের মাধ্যমে, আমরা শিক্ষার উন্নতি, টেকসই উন্নয়ন এবং সমাজকল্যাণে অর্থপূর্ণ পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করছি।
প্রসঙ্গত, ইডটকো গ্রুপের একটি দীর্ঘমেয়াদী সিএসআর উদ্যোগ ‘টাওয়ার টু পাওয়ার’। ২০১৭ সালে চালু হওয়ার পর থেকে এই উদ্যোগের মাধ্যমে টেকসই জ্বালানি সরবরাহ করে বাংলাদেশে ৬৫,০০০ সুবিধাবঞ্চিত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। সিএসআর কার্যক্রমের মাধ্যমে, ইডটকো ডিজিটাল সংযোগের ব্যবধান কমানো, সমাজে সকলের ক্ষমতায়ন এবং উদ্ভাবনের সঙ্গে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ