বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি দীর্ঘদিন ধরে ক্ষমতায় নেই। ব্যবসা-বাণিজ্য নেই। নেতাকর্মীরা হামলা-মামলায় জর্জরিত। তারপরও আমরা বানভাসি মানুষের দুঃখের অংশীদার হতে এখানে এসেছি। তাদের জন্য সহায়তা নিয়ে এসেছি। কারণ বিএনপির রাজনীতি সাধারণ মানুষকে নিয়ে।’
আজ রবিবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে কৃষক দল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় বন্যা দুর্গত দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয় কৃষক দল।
আমির খসরু আরও বলেন, ‘দেশের মানুষ দেশের মালিক। মালিকানা ফিরে পেতে হলে সবাইকে সজাগ হতে হবে, মালিকানা ফিরে পাওয়ার সংগ্রামে সবাইকে অবতীর্ণ হতে হবে।’
জেলা কৃষক দলের সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সংসদ সদস্য মোশাররফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা এবং উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
পরে মধ্যনগর এলাকার বন্যা দুর্গত আরও দুই হাজার পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিডি প্রতিদিন/ফারজানা